ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১২:৫৩ পূর্বাহ্ন

৬০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিককে হস্তান্তর করলো জেলা পুলিশ

  • আপডেট: Thursday, November 27, 2025 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়।

এ সময় এসপি ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মালিকেরা তাদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এসব মোবাইল ফোনগুলো হারিয়ে যাওয়ার ঘটনায় জেলার ৮টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মালিকেরা। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফোনগুলো উদ্ধার কে