ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:১০ পূর্বাহ্ন

ইউক্রেনের আরও একটি শহরের পতন

  • আপডেট: Tuesday, April 26, 2022 - 8:25 pm

 

অনলাইন ডেস্ক: রুশ বাহিনীর হাতে ইউক্রেনের লুহানস্কের ক্রেমিন্না শহরটির পতন হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, শহরটির পতন সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি যুক্তরাজ্য।

এর আগে এক প্রতিবেদনে জানানো হয়, রুশ বাহিনী প্রায় ১৮ হাজার সদস্য ক্রেমিন্নার নিয়ন্ত্রণে রয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী উত্তর ও পূর্ব দিক থেকে স্লোভিয়ানস্ক এবং ক্রামতোর্স্ক শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করায় ইজিয়ুম শহরের দক্ষিণে ভারী লড়াইয়ের খবর পাওয়া গেছে।

আপডেটে আরও বলা হয়, রাশিয়ার বাহিনী সম্ভবত ইউক্রেনের পূর্বে সুরক্ষিত ইউক্রেনীয় অবস্থানগুলো ঘেরাও করার চেষ্টা করছে।

এতে বলা হয়, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ থেকে সম্ভাব্য রুশ আক্রমণ মোকাবেলার জন্য জাপোরিঝিয়াতে প্রতিরক্ষা প্রস্তুতি নিচ্ছে। বিবিসি স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।