ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১২:৫৭ পূর্বাহ্ন

রাজশাহীতে ‘রাজা প্রমদানাথ টাউন হল’ উদ্বোধন

  • আপডেট: Thursday, November 27, 2025 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: দিঘাপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায় শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণের প্রতি অগাধ আগ্রহী ছিলেন। রাজশাহী কলেজে ছাত্রাবাস নির্মাণ, শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রবর্তন এবং প্রমথনাথ বালিকা বিদ্যালয়ের জন্য মনোরম ভবন নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান রাজশাহীর ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

প্রমদানাথ রায় বাহাদুর রাজশাহী অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বঙ্গীয় জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা ও অবৈতনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাঁর এই অবদানকে সম্মান জানিয়ে রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে ‘রাজা প্রমদানাথটাউন হল’। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর অলকার মোড়ে অবস্থিত রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের তৃতীয় তলায় ভার্চুয়ালি এই টাউন হলের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও অ্যাসোসিয়েশনের সভাপতি আফিয়া আখতার।

উদ্বোধনের পর অ্যাসোসিয়েশন ভবনের সেমিনার কক্ষটির নামকরণ করা হয় ‘একেএম আবদুস সালাম স্মৃতি সেমিনার কক্ষ’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সবুর আলী, সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য লিয়াকত আলী, আকবারুল হাসান মিল্লাত, হাসেন আলী, সফিউদ্দিন আহমেদ ও ড. গোলাম মাওলা প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, দীঘাপতিয়ার রাজপ্রাসাদে ১৮৭৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন প্রমদানাথ রায় বাহাদুর। তিনি রাজা প্রমথনাথ রায়ের জ্যেষ্ঠপুত্র এবং ১৮৯৮ সালে ব্রিটিশ সরকার তাঁকে “রাজা” উপাধিতে ভূষিত করে। বক্তারা আরও বলেন, “দিঘাপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায় বাহাদুর (১৮৯৪-১৯১৪) জনহিতৈষী শাসক ছিলেন। তাঁর শাসনামলে শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়া হয়। রাজা প্রমদানাথ রায় বাহাদুরের অবদান রাজশাহীর ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এই টাউন হল ভবিষ্যতে সংস্কৃতি চর্চা, গবেষণা ও সামাজিক উন্নয়নের কেন্দ্র হিসেবে কাজ করবে।”