বাগমারায় কলেজ ছাত্রীর আকুতি: আমার অবরুদ্ধ বাবা-মাকে উদ্ধার করুন
বাগমারা প্রতিনিধি: বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা গ্রামের কৃষক সাইদুর রহমানের বাড়ি বাঁশের বেড়া দিয়ে ঘিরে ওই কৃষক দম্পতিকে ছয় দিন ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন প্রভাবশালী দুই ভাই।
এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাবা ও মাকে উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক দম্পতির মেয়ে রাজশাহী মেট্রোপলিটন কলেজের ছাত্রী শিলা আকতার।
সংবাদ সম্মেলনে শিলা আকতার দাবি করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত বুধবার প্রভাবশালী দুই ভাই ক্ষমতার দাপট দেখিয়ে তাদের বাড়ির পশ্চিম দিকের দরজার সামনে বাঁশের বেড়া দিয়ে ঘিরে তার বৃদ্ধ বাবা-মাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন।
এছাড়া অপর এক প্রতিবেশীর একটি বেলগাছ থেকে সবসময় বেল ঝরে পড়ে তাদের বাড়ির টিনের চালার ক্ষতি হয়। এ নিয়ে কথা কাটাকাটি হলে তারা একজোট হয়ে তার বৃদ্ধ বাবাকে মারধর করে। তাছাড়া প্রতিহিংসার কারণে তারা একজোট হয়ে তাদের বাড়ির পূর্বদিকের দরজাও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, আমার বৃদ্ধ বাবা-মা বর্তমানে নিজ বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে রয়েছেন।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে কিন্তু এখনো কোনো প্রতিকার মেলেনি। তাই তাদের বাড়ির দরজার সামনে থেকে প্রতিবেশীদের দেয়া অবৈধ বাঁশের বেড়া সরিয়ে অবরুদ্ধ বৃদ্ধ বাবা-মাকে উদ্ধারে জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক দম্পতির মেয়ে শিলা আকতার।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। শিগগিরই ওই বাঁশের বেড়া সরিয়ে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








