রুয়েটসহ চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে ‘ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড’
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ হোন্ডা ইয়াং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্টস্ অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জাপানের হোন্ডা ফাউন্ডেশন সহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টার যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করেছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনের অ্যাওয়ার্ড বা প্রতিযোগিতা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণামূলক প্রতিযোগিতা প্রকৌশল শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করে এবং তাদের উদ্ভাবন মানব কল্যাণে কাজে আসে।
অনুষ্ঠানে জানানো হয়, রুয়েট সহ বুয়েট, কুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরা এই অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রতি ৩০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থীকে বাছাই করা হবে। এই ৩০ জনের মধ্য থেকে শীর্ষ ৪ জনকে ৩ হাজার ডলার করে পুরস্কার (প্রাইজ মানি) প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চলতি বছরের ২৪ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। জাপানের হোন্ডা ফাউন্ডেশন সহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টার যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করেছে। বিস্তারিত তথ্যের জন্য ু-ব-ং.নধহমষধফবংয@লরপব.ড়ৎম এই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে বেলা ১২ টায় রুয়েটের হলরুমে ‘জার্নি টু ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ছাত্রকল্যাণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিডি জবসের উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিক-নির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানসমূহে রুয়েটের শিক্ষর্থীরা অংশগ্রহণ করে।









