ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ১১:১৮ অপরাহ্ন

গোদাগাড়ীতে এবি পার্টির প্রার্থী ডা. মুহসেনীর গণসংযোগ

  • আপডেট: Sunday, November 23, 2025 - 10:05 pm

গোদাগাড়ী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী দিনব্যাপী গণসংযোগ করেছেন।

রোববার তিনি গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় পথসভা, কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে ড. মুহসেনী স্থানীয় রিকশাভ্যানচালক, দোকানদার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন। এবি পার্টির আদর্শ ও নির্বাচনি অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এবং আসুন বদলে যাই, বদলে দিই। এসময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, অবহেলিত এলাকাগুলোর চাহিদা ও মৌলিক সেবা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজ নেন। ড. মুহসেনী বলেন, জনগণের প্রত্যাশা ও সমস্যা জেনেই এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে।

পথসভায় তিনি এবি পার্টির লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনি প্রস্তুতি, জোটবদ্ধতা ও নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন। গণসংযোগে অংশ নেয়া সাধারণ মানুষ বিভিন্ন প্রশ্ন করলে তিনি সেসবেরও জবাব দেন। গণসংযোগ চলাকালে তিনি ঈগল প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করে আগামীর নির্বাচনে দোয়া ও ভোট চান। গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির আহ্বায়ক ইবরাহিম, সমন্বয়ক কমিটির সদস্যরা, নির্বাচন কমিটির সদস্য সচিব জাকির হোসেন, সহপ্রচার সম্পাদক হাবিব, মুহাম্মদ সিফাতুর রহমান, মুহাম্মদ অসিমসহ স্থানীয় নেতাকর্মীরা।