ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ১১:১৯ অপরাহ্ন

ভোলাহাট সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ৩১৯০ পিস ট্যাবলেট আটক

  • আপডেট: Sunday, November 23, 2025 - 9:28 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউনিয়নের চামুশা গড়ের মাঠ নামক স্থানে ৫৯ বিজিবি’র সদস্যরা এক অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৩১৯০ পিস টাপেনটাডল ট্যাবলেট আটক করেছে।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত শনিবার দিবাগত রাত সোয়া ১টার সময় ৫৯ বিজিবি’র চাঁনশিকারী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৯৬/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট ইউনিয়নের চামুশা গ্রামস্থ গড়ের মাঠ নামক স্থানে একটি আখ খেতে অভিযানকালে একটি প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৩১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে ভোলাহাট থানায় জিডি করা হয়েছে।