ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ১১:১১ অপরাহ্ন

সায়নের পরিবারের সন্ধান দিন

  • আপডেট: Sunday, November 23, 2025 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: রোববার বিকেল সাড়ে ৩টায় আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ মহানগরীর আমচত্বর থেকে সায়ন নামে এক শিশুকে উদ্ধার করেছে। শিশুটির বয়স অনুমান ১০ বছর। শিশুটি নিজের পরিচয় জানাতে সক্ষম নয়, তাই তার পরিবার বা অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি।

বর্তমানে শিশুটিকে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি শিশুটিকে চিনে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত শাহমখদুম থানা (আরএমপি) এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: অফিসার ইনচার্জ, শাহমখদুম থানা, মোবাইল-০১৩২০-০৬১৭৫৩, ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি মোবাইল-০১৩২০-০৬১৭৩৪, ডিউটি অফিসার, শাহমখদুম-০১৩২০-০৬১৭৬০।