ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১১:০৩ অপরাহ্ন

রাজশাহী অঞ্চলে মৃত্তিকার সার সুপারিশ কার্ড বিতরণ

  • আপডেট: Saturday, November 22, 2025 - 9:16 pm

স্টাফ রিপোর্টার: ‘সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি’ এই স্লোগানকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে রাজশাহী অঞ্চলের কৃষকদের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।

এসময় ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণা পরীক্ষাগারের সহযোগীতায় ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ দেয়া হয়। বরেন্দ্র অঞ্চলের কালিকাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা।

সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম। এসময় শতাধিক কৃষকের হাতে সুপারিশ কার্ডসহ গাছের চারা তুলে দেয়া হয়।

এরপর ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারে কৃষকদের মাটি পরীক্ষার প্রশিক্ষাণ দেয়া হয়। বিশেষ অতিথি ছিলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউটের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার ফরিদা ইয়াসমিন, শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘরের ব্যবস্থাপনা পরিচালক মো জাহাঙ্গীর আলম শাহ ও দলনেতা এমএসটিএল তিস্তা, মোহাম্মদ মিজানুর রহমান।