ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর

  • আপডেট: Friday, November 21, 2025 - 10:14 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: গতকাল শুক্রবার দুপুরের জুমা নামাজ শেষ করে বাড়ি ফিরার সময় জুনাইদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।।

নিহত জুনাইদ ঊপজেলা পাঁড়ইল ইঊনিয়নের উমরইল গ্রামের সুমনের ছেলে এবং মৃত আলাউদ্দিনের নাতি।

স্থানীয়রা জানান, জুম্মার নামাজ শেষে জুনাইদ মানিকচক গ্রামের মসজিদ থেকে নামাজ শেষে করে বাড়ী ফিরার সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশু জুনাইদকে চাপা দিলে ঘটনাহ তার মৃত্যু হয়। শিশুটিকে চাপা দিয়েই ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।