ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে মিনুর পক্ষে ২৪ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

  • আপডেট: Friday, November 21, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী -২ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে দলীয় মনোনয়ন দেয়ায় বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল করেছে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি।

বিকেলে নগরীর রামচন্দ্রপুর থেকে মিছিলটি বের হয়ে নগরীর হাদির মোড়, বৌ বাজার, সাধুর মোড়, মিরের চক ও বাশার রোড হয়ে একই স্থানে শেষ হয়। মিছিলে বিএনপি নেতা অধ্যক্ষ একরামুল হক, রাকেশ চৌধুরী গৌতম, বরজাহান আলী, আফজাল হোসেন উজ্জল, হজরত আলী, আরমান আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্যে নেতৃবৃন্দ।

মিছিল থেকে ভোটারদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানানো হয়। সেইসাথে রাজশাহী সদর আসনে মনোনয়ন দেয়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে এই অঞ্চলের মানুষ মিজানুর রহমান মিনুকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করতে চান।