ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ১:১০ পূর্বাহ্ন

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 9:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছেন ড. আ.ন.ম বজলুর রশীদ।

গত মঙ্গলবার সকালে তিনি রাজশাহী বিভাগের ৮৯তম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, চাকরি জীবনে তিনি সর্বশেষ পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ১৮তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১২ সালে ২৪ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি মাঠ প্রশাসনসহ কেন্দ্রীয় পর্যায়ে নীতি গ্রহণ ও ব্যবস্থাপনার নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার দক্ষতা প্রদর্শন করেছেন।

এদিকে রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ক্যাব রাজশাহীর পক্ষ থেকে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফুল দিয়ে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ এবং পবা উপজেলার প্রচার সম্পাদক মো. জাহিদ হাসান পলাশ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় বিভাগ। এ অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসনকে আরও গতিশীল, সেবা-উন্মুখ ও জনবান্ধব করতে চাই।

তিনি আরও জানান, জনস্বার্থের যেকোনো কাজে বিভাগীয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে। ভোক্তা অধিকার ও সুশাসন নিশ্চিত করতে ক্যাবের মতো সংগঠনগুলোর সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।