ঢাকা | নভেম্বর ১৯, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের নির্বাচনি পথসভা

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 10:06 pm

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমির ড. মিজানুর রহমান।

নাচোল উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে গত সোমবার রাত ৮ টায় নাচোল মধ্য বাজারে পৌর ৭ নং ওয়ার্ড আমির মাওলানা তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে পৌর এলাকার সকল শ্রেণি – পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ড.মিজানুর রহমান।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর আমির মনিরুল ইসলাম ও নায়েবে আমির ডা: রফিকুল ইসলাম। অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ৭ নং ওয়ার্ড সেক্রেটারি নুরুল হোদা।