ঢাকা | নভেম্বর ১৯, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

বেগম জিয়া নিজ সন্তান ও দেশবাসীকে আলাদা করে দেখেননি: মিলন

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, বেগম জিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তার নিজ সন্তান ও দেশবাসীকে কখনো আলাদা করে দেখেননি।  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন বাংলাদেশের উজ্জল নক্ষত্র।

মঙ্গলবার বিকেলে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নওহাটা পৌর ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অত্র ওয়ার্ড নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের নির্বাচনী কমিটি গঠনের লক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের শত নির্যাতন, কারাবরণ ও বিনা চিকিৎসায় বার বার মৃত্যুর মুখে যেয়েও দেশ ছেড়ে বিদেশে যাওয়ার কথা বলেননি। সৃষ্টিকর্তা তাঁকে এখনো বাঁচিয়ে রেখেছেন। একজন নারীর সব থেকে প্রিয় হচ্ছে তার নিজ বাড়ী। সেই বাড়ী থেকেও ফ্যাসিস্ট খুনি হাসিনা জোর করে বের করে দিয়েছে। শুধু তাই নয় তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় এবং ওয়ান-ইলেভেন এর সময় তার দুই সন্তানকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে আটক করে অমানষিক নির্যাতন করে গুরুতর আহত করে। এরপর তারা উভয়ে দেশের বাহিরে চিকিৎসা নিতে গেলেও আরাফাত রহমান কোকো আর জীবিত ফিরে আসেননি। তিনি শহীদ হন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লন্ডনে আছেন।

মিলন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে অন্তবর্তীকালীন সরকার কাজ করছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলাম এই নির্বাচনের পরিবেশ ঘোলা করতে গভীর ষড়যন্ত্র করছে। মিলন বলেন, এবারের নির্বাচন সম্পুর্ন প্রতিহিংসা মুক্ত করার জন্য বিএনপি কাজ করছে। এজন্য প্রতিটি ভোট কেন্দ্র জনগণ যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেজন্য নির্বাচন কেন্দ্র কমিটি গঠন করার পরামর্শ দেন। সেইসাথে কমিটি জীবনবাজী রেখে ভোটকেন্দ্র সন্ত্রাসমুক্ত রাখবে বলে উল্লেখ করেন তিনি।

নওহাটা পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলমগীর খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সোনালী/জগদীশ রবিদাস