ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ২:৫৭ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট: Monday, November 17, 2025 - 9:57 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক ২১ হাজার ৭২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা করা হয়। অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন। গোদাগাড়ী কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ২১ হাজার ৭২০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, সরকার কৃষি উৎপাদন টেকসই রাখতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে আছে। এই সহায়তার মাধ্যমে রবি মৌসুমের ফসল উৎপাদনে গতি আসবে এবং কৃষকের উৎপাদন খরচও কমবে। প্রণোদনা কৃষকদের রবি মৌসুমের ফসল আবাদে উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।