ট্রাফিক সহায়তাকারী গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার: সোমবার ব্র্যাক রোড সেফটি শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহন ও পাবলিক স্পেসে যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাক শিখা প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ার ও ট্রাফিক সহায়তাকারীদের নিয়ে নগরীর এক কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ট্রাফিক ইন্চার্জ আবু হেনা মোস্তফা নোমান। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহীর সহকারী পরিচালক ফইসাল হাসান, জেন্ডার জাস্টিস ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক অপূর্ব সাহা।
কর্মশালার প্রধান লক্ষ ছিল গণপরিবহন ও জনসমাগম স্থলে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধ ও মোকাবিলার জন্য স্থানীয় কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা। যাতে নারীবান্ধব গণপরিবহন নিশ্চিত হয়। উক্ত প্রশিক্ষণে ট্রাফিক সহায়তাকারী ও ব্র্যাক কমিউনিটি স্বেচ্ছাসেবকসহ ৩২ জন অংশগ্রহণ করেন।











