পবায় স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
সোমবার বায়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, সৈয়দা রেহানা আশরাফী নামের এক নারী তাঁর বিরুদ্ধে বাউন্ডারি দেয়ালের কাজ না করার অভিযোগ এনে মিথ্যা মামলা করেছেন।
এ অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানার পুলিশ তাঁকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক সুনাম মারাত্মক ক্ষুন্ন হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি রেহানা আশরাফীর জমির আট ফুট অংশ দখল করে রাস্তা তৈরি করেছিলেন। সরকার পরিবর্তনের পর জমির দখলকৃত অংশ উদ্ধারে রেহানা তাঁর কাছে সহায়তা চান। তিনি সিনিয়রদের সঙ্গে আলোচনা করে জায়গাটি উদ্ধার করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দেন।
এ বিষয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,“অভিযোগের ভিত্তিতেই আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। মামলার কাগজপত্র হাতে পাওয়ার পর প্রাথমিক তদন্তে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা দেখা দিলে তাকে আটক করা হয়। কাউকে হয়রানির উদ্দেশ্যে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। মামলা আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও সানোয়ার হোসেন।











