ঢাকা | নভেম্বর ১৭, ২০২৫ - ২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক: শফিকুল হক মিলন

  • আপডেট: Sunday, November 16, 2025 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পুরোধা। তিনিই প্রথম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই সাথে বাংলাদেশকে একটি তলাবিহিন ঝুড়ি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। শুধু তাইনয় তিনি যুদ্ধ বিধস্তকে দেশকে পুণর্গঠনে বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। এরমধ্যে কৃষিখাত ছিলো অন্যতম। এরপর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আর দলের প্রতিক নিয়েছিলেন ধানের শীষ।

বিএনপির এই প্রতীক বিএনপি প্রতিষ্ঠাকাল হতেই জনগণের মধ্যে ঐক্যের প্রতীক হয়ে আছে বলে রোববার বিকালে পবার দর্শনপাড়া ইউনিয়ন ৩, ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের পক্ষে গণসচেতনতা মূলক প্রচারণায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্রে নির্বাচনি প্রস্তুতি গ্রহণের লক্ষে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ সতের বছরে পতিত আওয়ামী লীগ সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। এছাড়াও গণতন্ত্র ধ্বংস করায় সতের বছরে জনগণ একটা ভোটও দিতে পারেনি। সব ভোট প্রদান করেছে শেখ হাসিনা নিজেই। এজন্য তিনি দিনের ভোট আগের রাতে এবং ভোটার শূন্য কেন্দ্রে নিজেরা ভোট দিয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করতেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে শুধু এটাই নয় মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এছাড়াও তার দলীয় লোকজনও কমছিলো না দুর্নীতিতে। সে সময়ে সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি প্রবেশ করে দেশটাকে গ্রাস করে ফেলেছিলো।

মিলন বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এ দেশের মানুষের জন্য তিনি সব কিছুই হারিয়েছেন। নিজের ঘর ও সন্তান হারিয়েছেন। আরেক ছেলে দেশের বাহিরে আছেন। এখনো দেশে ফিরতে পারেনি। তিনি যেভাবে দেমেল জন্য সব কিছু উৎসর্গ করেছেন, তেমনি আমি পবা-মোহনপুরবাসীর জন্য আমার সব কিছু উৎসর্গ করলাম বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে আগামী নির্বাচনে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দর্শনপাড়া ইউনিয়ন মাঠ প্রাঙ্গনে আয়োজিত কর্মিসভায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়েজুদ্দিন মেম্বরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ও আজাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুরর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড।