রাজশাহীতে নিসচার ওয়ার্ল্ড রিমেম্বারেন্স ডে উদযাপন
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিশ্বব্যাপী ঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য ওয়ার্ল্ড রিমেম্বারেন্স ডে উদযাপন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে সারা বিশ্বের ন্যায় রোববার রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড় সংলগ্ন নিসচার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় মোমবাতি প্রজ্জলন করে সড়কে নিহত সকলের আত্বার শান্তি কামনা এবং সেই সাথে সড়ক দুর্ঘটনায় আহত সকলের সুস্থতা কামনা করা হয়।
নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহ্সান টিটুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, রাজশাহী বেতারের উপস্থাপক ও নাট্যকার কলিম উদ্দিন, বিশিষ্ট সংগীত শিল্পী এনায়েত আজিজ মিতা, নিশচা’র সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকারি সদস্য আজমিরা আক্তার পাপিয়া ও সবুজ আলী, সদস্য মেরিনা, তমা, পিংকি ও চন্দন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম।











