নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, মাকে হাতুড়িপেটা
সোনালী ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাসায় তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার আগে বাড়িটি লক্ষ্য করে ককটেলও নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।
গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১১টা থেকে পরবর্তী এক ঘণ্টা বাড়িটিতে তাণ্ডব চলে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তারা গণমাধ্যমকে আরও জানান, হামলাকারীরা একটি রাজনৈতিক দলের স্থানীয় ও বহিরাগত ক্যাডার। অনেকের মুখে মুখোশ থাকায় ও হামলার ভয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে তাদের ভালোভাবে দেখতে পাননি। শুধু জানালার ফাঁক দিয়ে কিছুটা দেখেছেন।
জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খালেদ হাসান বিপ্লব রাবি ছাত্রলীগের নেতা ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌবাজার এলাকায়। হামলার সময় তার বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। আর মা খালেদা বেগমকে (৬০) হাতুড়িপেটা করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন।
স্থানীয়রা গণমাধ্যমকে আরও জানান, খালেদ হাসান বিপ্লব গত বছরের ৫ আগস্ট থেকেই পলাতক রয়েছেন। একদল লোক তাকে খুঁজতে শনিবার দিনগত রাতে বাড়িটিতে হানা দেয়। বিপ্লব বাড়িতে নেই জানার পর তারা তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসিসহ বাড়ির সব আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
বিপ্লবের বাবা হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, রাতে আকস্মিকভাবে শতাধিক ব্যক্তি তার বাড়ি ঘেরাও করে। ওই সময় বাড়ির মুল ফটকে তালা দেওয়া ছিল। ফলে তারা সরাসরি বাড়িতে ঢুকতে পারেনি। পরে তারা প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুকে এবং সিঁড়ির তালা ভেঙে ঘরে ঘরে প্রবেশ করে। বাড়ির দোতলায় উঠে তারা বিপ্লবকে খুঁজতে থাকেন। পুরো বাড়ির সব ঘর তল্লাশি করেও বিপ্লবকে না পেয়ে ঘরগুলোতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
একপর্যায়ে বিপ্লবের মা খালেদা বেগমকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করা হয়। দুর্বৃত্তরা বিপ্লবকে না পেয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় খালেদা বেগম তাদের পা ধরে অনুনয় বিনয় করলে কয়েকটি ককটেলে বিস্ফোরণ ঘটিয়ে উল্লাস করে। ঘণ্টাব্যাপী তাণ্ডবের পর আগতরা উল্লাস করতে করতে এলাকা ত্যাগ করে চলে যায়। তবে যাওয়ার আগে নিচতলার সিঁড়ির নিচে থাকা কয়েকটি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দেওয়া হয়।
পরিবারের সদস্যরা গণমাধ্যমকে আরও জানান, ঘটনার পর পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশের টহল দলের তিনজন সদস্য রাতেই বাড়িটি দেখে যান। তারা বিপ্লবের মা খালেদা বেগমকে দ্রুত কোনো হাসপাতালে নিয়ে যেতে বলেন। তবে ভয়ে ভোর পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে যেতে পারেননি খালেদা বেগম। আজ রোববার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, আমি রাতে থানায় ছিলাম না। ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই। আমার কাছে কেউ অভিযোগও করেনি। খবর নিয়ে জানার পর এ বিষয়ে কিছু বলতে পারবেন।











