মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও থানা কমান্ডের নব গঠিত কমিটির পরিচিতি সভা
প্রেস বিজ্ঞপ্তি: শনিবার সকাল ১০ টায় সাগরপাড়াস্থ রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নব গঠিত মহানগরও থানাসমূহের জন্য কার্যনির্বাহী এডহক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মহানগর ইউনিটের আহ্বায়ক (কমান্ডার) আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আহ্বায়ক (কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক (ডেপুটি কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। সভার শুরুতে পবিত্র কোরাআন তেলোয়াত ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ডের সাবেক কার্য নিবাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মতিউর রহমান (বিএলএফ)সহ অতিথি ও থানা আহ্বায়করা। সভায় আগামী দিনে মুক্তিযোদ্ধাদের নানাবিধ সমস্য দূরীকরনার্থে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। রাজশাহী মাহানগরে বসবাসকারী জেলা ও মহানগরের বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা সভায় উপস্থিত ছিলেন।











