ঢাকা | নভেম্বর ১৫, ২০২৫ - ১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশা নিতপুর সীমান্তে মালিক বিহীন আরও দুটি মহিষ আটক

  • আপডেট: Friday, November 14, 2025 - 9:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বালা শহিদ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

আটককৃত ভারতীয় মহিষ ২টি শুক্রবার পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলছে যা অব্যাহত থাকবে।