ঢাকা | নভেম্বর ১৫, ২০২৫ - ১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী-৪ আসনে এনসিপি থেকে নির্বাচনের ঘোষণা মীর ফারুকের

  • আপডেট: Friday, November 14, 2025 - 9:00 pm

বাগমারা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মীর মোহাম্মদ ফারুক হোসেন।

এ লক্ষে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরমও কেনেন তিনি। এর আগে তিনি বাগমারার বড়বিহানালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তার বাড়ি বড়বিহানালী ইউনিয়নের ভূগিপাড়া গ্রামে। বাবার নাম মৃত মীর আবুল কাশেম। তিনি ১৯৮৬ সালে রাজশাহী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এক প্রতিক্রিয়ায় মীর মোহাম্মদ ফারুক হোসেন বলেন, বাগমারার মাটি-পানি-বাতাস আমাকে হৃদয় দিয়ে টানে।

বাগমারার প্রতিটি মানুষ আমার আত্মার-আত্মীয়। এই উপজেলায় আমার শৈশব-কৈশোর ও শিক্ষাসহ সব স্মৃতি জড়িত রয়েছে। ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সমন্বয়ে গঠিত এই উপজেলাটি বিগত দিনে শিক্ষা সংস্কৃতি উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের শিকার হয়েছে বাগমারা উপজেলা। আমি অবহেলিত এই উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

মীর মোহাম্মদ ফারুক হোসেন আরও বলেন, এনসিপির নীতি নির্ধারণী বোর্ড যদি আমাকে এই আসনে মনোনয়ন দেয় তাহলে আমি এই উপজেলার গরীব-দু:খী অসহায় অবহেলিত মানুষের জন্য কাজ করব। তিনি বলেন, আমি বাগমারাকে হৃদয় দিয়ে ভালোবাসী। তাই এই উপজেলার আমূল পরিবর্তনে আমি কাজ করতে চাই। এই উপজেলাকে আমি শিক্ষা, সংস্কৃতি, কৃষি, বিনোদন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ চলমান সমস্যাগুলো দূর করে এই জনপদকে একটি উন্নত সমৃদ্ধ জনপদে পরিণত করতে ভূমিকা রাখতে চাই। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া চাই।