ঢাকা | নভেম্বর ১৫, ২০২৫ - ১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা লক্ষে বাপার মতবিনিময় সভা

  • আপডেট: Friday, November 14, 2025 - 9:00 pm

বাঘা প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়নপুর বাজারে ১৪ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখার সভাপতি বেনজির আহমেদ বিপ্লব-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা কমিটির সভাপতি ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোজাহার হোসেন, মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিরেন্দ্রনাথ সরকার, বাংলাদেশ আন্দোলন (বাপা) আড়ানী পৌর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, বাংলাদেশ আন্দোলন (বাপা) বাঘা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, রানু আক্তারী, উত্তম কুমার পাল, দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি লালন উদ্দীন, অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা।