ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ১:৩৭ পূর্বাহ্ন

রাজশাহীর কাটাখালী চেকপোস্টে ১শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • আপডেট: Thursday, November 13, 2025 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর কাটাখালী থানার চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে অভিযান পরিচালনা করে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন রিমেল ইসলাম (২৯)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের আবু সামার ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আতিকুর রহমান ও তার টিম চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

এ সময় মোটরসাইকেল যোগে আগত এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে জিপার ব্যাগে রাখা ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানায় সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।