ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

  • আপডেট: Sunday, November 9, 2025 - 10:00 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর হ্যান্ডকাপ খুলে ছেড়ে দিয়েছে লালপুর থানা পুলিশের দুই কর্মকর্তা ও এক কনস্টেবল।

গত শনিবার বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইনডোর স্টেডিয়ামে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর সামাজিক মাধ্যম ও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিলমাড়িয়া ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বিলমাড়িয়া সুপার লিগের চতুর্থ ম্যাচের হাফটাইমের খেলা চলছিল।

এসময় সাদা পোশাকে লালপুর থানা পুলিশের এস আই আল মাসুম, এস আই রুবেল ও এক কনস্টেবল, সাহিদ আলী (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাপ পরালে উপস্থিত দর্শক ও ওই ছাত্রলীগের কর্মীর সহযোগিতায় চাপের মুখে হ্যান্ডকাপ খুলে দিয়ে সাহিদকে ছেড়ে দেয় পুলিশ।

সাহিদ লালপুর উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

এঘটনার সময় পুলিশের সদস্যরা সাহিদ আলী ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। টুর্নামেন্টের সভাপতি বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিস্টু জানান, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে ঘটনাটি শুনেছি পুলিশ সাদা পোশাকে খেলার মাঠে ওই ছেলেকে আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল। ফোন নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।