ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

কেশরহাটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট: Sunday, November 9, 2025 - 10:00 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহী জেলা উন্নয়ন স্বার্থ সংরক্ষণ ও বুদ্ধিজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫-এর খসড়া নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে তিনটায় পৌরসভার কেশরহাট তাপস মার্কেটের দ্বিতীয় তলায় তাদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মীর আব্দুল কাদের।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ কর্তৃক গত ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের নিকট জমাকৃত জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালায় ‘অগ্রহণযোগ্য ও সংবিধানবির্ভূত’ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

এটি ২৫টি রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের মূল চেতনার পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। বক্তব্যে তিনি আরো বলেন, কমিশনের ওই সুপারিশে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন ও ‘গণভোট’ আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

জুলাই সনদে প্রায় ১২টি রাজনৈতিক দলের ‘নোট অব ডিসেন্ট’ সংযোজন, ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন বাতিল, প্রস্তাবিত ‘গণভোট’ অবিলম্বে বাতিল ঘোষণার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। এছাড়া তারা আরও দুটি প্রস্তাব উপস্থাপন করেন- উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ১০০ থেকে কমিয়ে ৫২ জন নির্ধারণ, যা ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ১৯৫২ সালের প্রতীক বহন করবে এবং সংরক্ষিত মহিলা আসন ৫০ থেকে বাড়িয়ে ৭১ জন নির্ধারণ, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হিসেবে জাতীয় মর্যাদা বহন করবে। সংবাদ সম্মেলনে বক্তারা যুক্তি দেন, অতিরিক্ত আসন বৃদ্ধি দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে অযৌক্তিক বোঝা সৃষ্টি করবে।

উপসংহারে সভাপতি মীর মো. আব্দুল কাদের বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সামনে সুযোগ এসেছে ২০২৬ সালের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করে দেশকে একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক পথে এগিয়ে নেয়ার। এতে তিনি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি হাবিবুর রহমান ও বিচারপতি লতিফুর রহমানের মতো ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখাতে পারবেন। শেষে তিনি ড. ইউনূসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তিনি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব হওয়ার যোগ্য নেতৃত্ব প্রদর্শন করবেন। এসম উপস্থিত ছিলেন রাজশাহী জেলা উন্নয়ন স্বার্থ সংরক্ষণ ও বুদ্ধিজীবী সংগ্রাম পরিষদ-এর সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সদস্য সাইফুল ইসলাম ও বজলুর রশিদ।