ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় ডাকাত সন্দেহে স্থানীয়দের হাতে যুবক আটক, পুলিশে সোপর্দ

  • আপডেট: Saturday, November 8, 2025 - 10:19 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বিজিবি সদস্য মো. রিমনের বাড়িতে প্রবেশ করেন এক ব্যক্তি। বাড়ির মালিকের স্ত্রী রিনা খাতুন জানান, ওই ব্যক্তি হঠাৎ গেট খোলা পেয়ে বাড়ির ভেতরে ঢুকে দরজায় নক করতে থাকেন।

এসময় তিনি বেরিয়ে এলে ওই যুবক একটি তালা চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় যুবকটি মারধর শুরু করেন। অন্যরা সব এগিয়ে এলে দ্রত সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায় এবং সিঁড়ির দরজা বন্ধ করে দেয়। খবর পেয়ে এলাকার লোকজন বাড়ির সামনে জড়ো হন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক ছাদের টিন ভেঙে নিচে নামার চেষ্টা করেন। এসময় উপস্থিত লোকজন তাঁকে ধরে মারধর করে। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত নূর ইসলাম (২৫) পার্শ্ববর্তী বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জগন্নাথপুর মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। পুলিশ জানায়, নূর ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাহেরপুর বাজারে তাঁর ‘নূর ইসলাম সিটি গোল্ড হাউস’ নামের স্বর্ণের দোকান এবং তাঁর পিতার একটি কসমেটিকসের দোকান রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যক্তিকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।