ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মূলের নির্বাচন- মিনু

  • আপডেট: Saturday, November 8, 2025 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মুলের নির্বাচন। এজন্য এই নির্বাচনে নেতাকর্মীদের কোনোভাবেই কোনো ভূল করা যাবে না। সবাইকে সতর্কতার সাথে কাজ করতে হবে।

শনিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকার একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দলীয় এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর সাথে রাজশাহী মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করে দিতে হবে বিএনপি সবচাইতে বাংলাদেশের গণতান্ত্রিক একটি বড় দল। এ লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। যে নেতাকর্মী, যেখানে কাজ ভালো করতে পারবেন তাকে সেখানেই কাজ করতে দেয়ার জন্য মহানগরের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। বিগত সতের বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিদায়ে কাজ করেছেন। তার যোগ্য নেতৃত্বে এখন বিএনপি আরো সুসংগঠিত ও সক্রিয় বলে উল্লেখ করেন তিনি।

মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, আবুল কামাল আজাদ সুইট ও মুক্তার হোসেন মুক্তার, রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না প্রমুখ।