ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট: Saturday, November 8, 2025 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধানের জন্মশতবার্ষিকী ও বিভাগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর সাবরিনা নাজ। বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেনসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। এতে বিভাগের প্রয়াত শিক্ষকবৃন্দের স্মৃতিচারণ এবং জীবনী পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে বিকালে বিভাগের লেকচার থিয়েটারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।