ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরে ভ্যান চালকের লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, November 6, 2025 - 9:55 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সড়কের পাশে ধানের খেতে পানিতে ভাসমান অবস্থায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

সকালে স্থানীয়রা অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় না পাওয়ায় নওগাঁর সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়। তারা এসে কাজ শুরু করতেই ওই লাশ উপজেলার রাতোয়াল গ্রামের জুয়েল হোসেন (৩৭) বলে তার স্বজনরা শনাক্ত করে।

দুপুর ১টার দিকে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, উপজেলার কালিগ্রাম ইউনিয়নের কাশেম আলীর ছেলে দুই সন্তানের জনক জুয়েল হোসেন চার্জার ভ্যান চালানোর পাশাপাশি আখ এবং নানা জাতের তরিতরকারি গ্রামে গ্রামে বিক্রি করতো।

বৃহস্পতিবার ভোরে ভ্যান নিয়ে স্থানীয় আবাদপুকুর হাটের দিকে যাওয়ার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কে হরিপুর কালিতলা নামক স্থানে কে বা কাহারা তাকে হত্যা করে সড়কের পাশে ধান খেতে ফেলে রেখে ভ্যান নিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইকারী চক্ররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

জুয়েলের ফুফাত ভাই সুজন জানান, আমার ভাই অত্যন্ত সাদামাটা মানুষ। পরিশ্রম করেই জীবনযাপন করেন। তার কোন শত্রু আছে বলে আমার জানা নেই। তারপরও দাবি করবো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রয়োজনীয় তদন্ত স্বাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ রায়হান জানান, রাণীনগর আবাদপুকুর-সড়কের হরিপুর নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মৃত জুয়েলের ভাই রুবেল বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা করেছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানার পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।