ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে নিয়ে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: Thursday, November 6, 2025 - 10:00 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় চেয়ারম্যান হাবিবুর রহমানের দীঘিতে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার নাম জড়িয়ে মনোনয়ন বঞ্চিত অপর এক প্রার্থীর অনুসারীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে গোবিন্দপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য শহিদুল ইসলাম লিখিত বক্তব্যে দাবি করেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সম্প্রতি বোয়ালিয়া বিলে এলাকার কৃষকদের জমিতে দীঘি খনন করে মাছচাষ শুরু করেন। মাছ বিক্রয় করে কৃষকদের জমির টাকা পরিশোধের কথা বলে গত মঙ্গলবার ভোরে তিনি তার দীঘিতে গ্যাস প্রয়োগ করে মাছ ধরে বিক্রি করেন।

চেয়ারম্যান হাবিবুর রহমান ছিলেন বাগমারা আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেনের অনুসারী। আর এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। এ কারণে রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির প্রার্থী ডিএম জিয়াকে প্রশ্নবিদ্ধ করতে তার অনুসারীরা ওই দীঘিতে বিষ দিয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সম্পাদক শাহনাজ পারভীন, আয়নাল হক, আব্দুর রহমান ও আব্দুল জব্বার প্রমুখ।