লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ঈদসামগ্রী বিতরণ
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন দেড়শ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে লালপুরের মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চত্বরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোতালেব সরকার, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, সমাজসেবক ওয়াহেদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন, অধ্যক্ষ ড. ইসমত হোসেন, অধ্যক্ষ সাইফুল ইসলাম, সুপার এম আর নাসিম, বিশিষ্ট ব্যাবসায়ী আসলাম উদ্দীন প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণ শেষে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের হাতে আঁকা ছবি উপহার হিসাবে অতিথিদের হাতে তুলে দেন।