ঢাকা | নভেম্বর ৬, ২০২৫ - ১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করলেন জেলা প্রশাসক

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 10:00 pm

ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট:

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ।

নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে সক্ষম না হওয়ায় টাইবেকারে ৪-২ গোলে জয়লাভ করে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। রানার আপ আপ মনিগ্রাম ফুটবল দল।

বুধবার বিকাল সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। দল দুটির একটিতে নেতৃত্বে ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার। অপরটিতে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রাণী সম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

তিনি খেলা শেষে চ্যাম্পিয়ন-রানার আপ দলসহ ম্যান অব দ্যা ম্যাচ ও পরিচালক, ক্রীড়া ধারাভাষ্যকারদের হাতে পুরুস্কার তুলে দেন।

মঞ্চে উপস্থিত ছিলেন-বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম, সহকারী কমিশনার ও এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেহেরিন তাবাসসুম, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক (অব.) জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ প্রমুখ।