ঢাকা | নভেম্বর ৬, ২০২৫ - ১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

বিএনপি সন্ত্রাস ও দখলদারিত্বে বিশ্বাস করেনা: শফিকুল হক মিলন

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: বিএনপি জনগণের দল। এই দলে জন্ম হয়েছে জনগণের সেবা করার জন্য। প্রতিষ্ঠাকাল থেকে বিএনপি জনগণের পাশে থেকে সেবা করে যাচ্ছে। বিএনপি কখনো সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলদারিত্বে বিশ্বাস করে না।

বুধবার বিকালে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ভালাম ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনি প্রস্তুতি গ্রহনের লক্ষ্যে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ১৮ থেকে ৩৫ বছরের যুবকেরা জাতীয় সংসদ নির্বাচনসহ কোন নির্বাচনেই ভোট দিতে পারেনি। এর কারণ হচ্ছে দেশে ভোটার ছিলেন মাত্র একজন। তিনি হলেন শেখ হাসিনা। তার নির্দেশেই দিনের ভোট, রাতে কিংবা নির্বাচনের আগের দিনেই ব্যালট বাক্স ভরে ফেলতো হাসিনার কতিপয় ভোটার।

এছাড়াও তিনি আমি-ডামি নির্বাচন করে এমপি বানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। কিন্তু দেশে এমন পরিস্থিতি আর আর আসবেনা। বিএনপি নিষিদ্ধ ঘোষিত বাদে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায়। এজন্য নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র আর না করে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

পবার ভালাম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বড়গাছী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, বড়গাছী ইউনিয়ন বিএনপি নেতা মকবুল হোসেন, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল ও আশরাফ আলী, সদস্য রায়হান উদ্দৌলাহ, মকবুল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।