ঢাকা | নভেম্বর ৬, ২০২৫ - ১:২২ পূর্বাহ্ন

শিরোনাম

প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাবি শিক্ষার্থীরা

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 10:19 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রযুক্তি উন্নয়নে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরাই আগামী দিনের মূল চালিকা শক্তি এই বিশ্বাস সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে বুধবার ‘ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর ডিজএবিলিটি ইনোভেশন ল্যাবের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. আবু রেজা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রোকনুজ্জামান, এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হালিদা হোমায়রা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এটুআই-এর অ্যাক্সেসিবিলিটি পরামর্শক ভাস্কর ভট্টাচার্য্য।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ড, অন্তর্ভুক্তিমূলক নকশা নীতি, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও ব্যবহারবান্ধব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কনটেন্ট তৈরির ব্যবহারিক কৌশল হাতে-কলমে শেখেন।