ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ৩:৪৯ পূর্বাহ্ন

মৃতপ্রায় হোজা নদী: সংস্কার না হলে ডিসি অফিস ও পাউবো ঘেরাওয়ের হুঁশিয়ারী

  • আপডেট: Tuesday, November 4, 2025 - 10:34 pm

মিজান মাহী, দুর্গাপুর থেকে: এক সময় নদীটি দিয়ে নৌকা চলাচল করত। ছিল প্রবল স্রোত। নদীতে ধরা পড়ত প্রচুর মাছ। নদীর সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যেত। কিন্তু এখন এসব শুধুই অতীত। ময়লা-আবর্জনা ফেলায় নদীটি ভরাট হয়ে গেছে। দখল-দূষণে হুমকির মুখে পড়েছে নদীটির অস্তিত্ব। মৃতপ্রায় এই নদীর নাম হোজা।

এটি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় মুসাখান নদে গিয়ে পড়েছে। এর দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। এর মধ্যে ৯ কিলোমিটারেই পানির প্রবাহ নেই বললেই চলে। অনেক স্থান দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। আবার কোথাও কোথাও পুকুর কেটে মাছ চাষ করা হচ্ছে।

মৃত প্রায় এই হোজা নদীটি দখল ও দূর্ষণ মুক্ত করতে গতকাল মঙ্গলবার হোজা নদীর সেতুর ওপর মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলনের (বাপা) নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান।

মানববন্ধনে তিনি জেলা প্রসাশক কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করার হুশিয়ারী দিয়ে বলেন, পৌরসভা আইওয়াস করার জন্য শুধু ৩ কিলোমিটার সংস্কারের উদ্যোগ নিয়েছে। এটা আমরা প্রত্যাখ্যান করলাম। আগামী ৭ দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে কীভাবে হোজা নদীটি দখল মুক্ত করবে পূর্ণ খনন করবে। আর যদি না হয় জেলা প্রসাশক কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করা হবে। জামাত খান বলেন, ২৬ কিলোমিটার হোজা নদীটি নদী দখল মুক্ত করতে হবে। তাহলে নদীতে আবারও ফিরবে নাব্যতা। চলবে নৌকা। মাছ ধরবেন জেলেরা। নদীর পানি থেকে কৃষি কাজ সম্পন্ন করবেন কৃষকেরা। আমাদের বাচ্চারা নদীতে সাঁতার কাটবে। ভালো থাকবে শরীর ভালো থাকবে মন।

মানববন্ধনে দুর্গাপুর উপজেলা বাপার সভাপতি মোহাইমিনুল হক রেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, রাজশাহী পানি উন্নয়ন বিভাগের আওতাধীন দুর্গাপুর উপজেলার মধ্যে প্রবাহিত বারনাই নদীর জরিপ কাজ সম্পন্ন করে পুনঃখননের প্রস্তাবনা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। হোজা নদীর এরকম দখল, দূষণ ও অস্তিত্ব সঙ্কটের অবস্থা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। জরিপ কাজ ও নদী পুনঃখননের জন্য বাজেট চাহিদা দেয়া হয়েছে।

এছাড়াও কর্মসূচি শেষে, রাজশাহী জেলার মধ্য দিয়ে ২৬ কিলোমিটার প্রবাহিত হোজা নদী দখল ও দূষণ প্রতিরোধ সহ নদীর নাব্যতা আনয়নে প্রয়োজনীয় প্রতিকার চেয়ে, পাউবো, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর বারবার স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।