ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ১২:৫৩ অপরাহ্ন

নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:00 pm

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুর এলাকায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত নিজাম প্রামানিক (৬০) চরতারাপুর ভাদুরিয়াডাঙ্গি গ্রামের মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। অভিযুক্ত ছেলে মোস্তফাকে (২৭) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

অভিযুক্ত ছেলেকে পুলিশ হেফাজতে নেয়ার সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় এক পুলিশ সদস্য। স্থানীয়রা জানান, নিহত নিজাম প্রামাণিক কৃষকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত ছেলে মোস্তফা বাবার সঙ্গে কৃষকের কাজ করতেন। তবে তিনি মাদকাসক্ত ছিল। ঘটনার দিন গত রোববার সন্ধ্যায় নিহত নিজাম প্রামানিক বাজারে দুধ বিক্রি করে বাসায় ফিরে রাতে খাওয়া-দাওয়া শেষে নামাজে দাঁড়িয়েছিল। এমন সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিতা নিজাম প্রামানিককে হত্যা করে ছেলে মোস্তফা।

এরপর মোস্তফা পাশের রুম আটকিয়ে বসে থাকে। বাড়ির লোকজন বিষয়টি টের পেরে ছেলেকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযুক্তকে আটক করতে গেলে তার হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় পুলিশের এসআই জিয়াউর রহমান।

নিহতের অপর ছেলে মিজানুর রহমান জানান, আমার ভাই মোস্তফা মাদকাসক্ত ছিল। মাদক কেনার টাকার জন্য প্রায়ই বাবাকে চাপ দিত। এনিয়ে বাবার সাথে মোস্তফার প্রায় কথা কাটাকাটি হত। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সোমবার মরদেহের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত ছেলে মোস্তফাকে আটক করা হয়েছে।