ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ১২:১৫ অপরাহ্ন

রাজশাহীর দুটি আসনে নতুন মুখ, চারটিতে পুরনোই ভরসা

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

ঘোষণা অনুযায়ী, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে দুইটিতে এসেছে নতুন মুখ, আর চারটিতে পুরনো প্রার্থীদের উপরই ভরসা করেছেন কেন্দ্রীয় বিএনপি।

প্রার্থীরা হলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার আমিনুল হক এর ভাই বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, রাজশাহী-২ (সদর) আসনে আগের মতোই মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগামারা) আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডিএম জিয়াউর রহমান। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ পুনরায় মনোনয়ন পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের সংগঠনের মতামত, স্থানীয় জনপ্রিয়তা ও তৃণমূলের মূল্যায়ন বিবেচনা করেই এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর রাজশাহীর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ কেউ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। নেতাকর্মীরা জানান, ঘোষিত প্রার্থীদের পক্ষে এখন থেকেই নির্বাচনি প্রস্তুতি শুরু হয়েছে। মাঠপর্যায়ে গণসংযোগ ও যোগাযোগ কার্যক্রমও শুরু হবে দ্রুত।