ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ১২:১৫ অপরাহ্ন

নওহাটায় ব্যবসায়ীর দোকান ভাঙচুরের অভিযোগ

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: নওহাটা বাজারে এক ব্যবসায়ীর মুরগির দোকানে হামলা, ভাঙচুর ও দুই লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নওহাটা বাজারের মুরগিপট্টিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নওহাটা পৌর এলাকার পূর্ব পুঠিয়াপাড়া এলাকার মৃত শাহা লাল মোল্লার ছেলে সুজন মোল্লা (৪২) বাদী হয়ে এ ঘটনায় পবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিবাদী মোকবুল (৫০), রাসেদ বিশ্বাস (৪৩), সোয়ায়েব (২৭) ও রাতুল (২৭)সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে প্রবেশ করে।

তারা দোকানের জিনিসপত্র ও কাঠামো ভাঙচুর করে এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা মুরগি বিক্রির নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

অভিযোগে সুজন মোল্লা দাবি করেন, ঘটনার সময় তার ছেলে দোকানে উপস্থিত ছিল। ছেলেটি বাধা দিলে বিবাদীরা তার ওপর হামলা চালায় এবং কলার ধরে টেনে নিয়ে মারধর করে। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও বিবাদীরা মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল তারা। চাঁদা না দেয়ায় তার দোকানে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন সুজন মোল্লা। পরে স্থানীয়রা এগিয়ে আসার আগেই তারা দোকান থেকে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।