ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সেশন

  • আপডেট: Thursday, October 23, 2025 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এসওএস ন্যাশনাল ইয়ুথ কাউন্সিল বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ÔSafe Roads, Safe Lives – Awareness and Emergency Preparation Session’ শীর্ষক এক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও দুর্ঘটনা-পরবর্তী জরুরি প্রস্তুতি বিষয়ে তরুণ সমাজকে সচেতন করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফয়সাল হাসান, সহকারী পরিচালক, বিআরটিএ রাজশাহী।

প্রধান অতিথি ছিলেন আতিকুর রহমান, পরিচালক, এস ও এস চিলড্রেনস ভিলেজ রাজশাহী। আরও কথা বলেন শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইউসেপ ছোটবনগ্রাম সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল, রাজশাহী। বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান, ইনচার্জ ও প্রোগ্রাম অফিসার, এসওএস যুবপল্লী রাজশাহী।

অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৪-৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, এবং আহত হন বহু গুণ বেশি মানুষ। অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, সড়কের অনুপযুক্ত অবস্থা, ও অসচেতন আচরণ এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত। সেশনে শিক্ষার্থী ও তরুণ প্রতিনিধিরা সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা, দুর্ঘটনা-পরবর্তী প্রাথমিক চিকিৎসা, ও জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া প্রদানের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।