বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরের স্বার্থ সবার আগে, বললেন মিলন

স্টাফ রিপোর্টার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, “বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। এক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরের স্বার্থই হবে সর্বাগ্রে। এই এলাকার মানুষ দীর্ঘদিন অবহেলিত। উন্নয়নের নামে এখানে কেবল লোক দেখানো কাজ হয়েছে, প্রকৃত উন্নয়ন হয়নি’’
আজ রোববার বিকালে বড়গাছী কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিএনপির ৩১ দফা রূপরেখার আলোকে “মৎস্যজীবী ও কৃষিজীবীদের নিয়ে বিএনপির ভবিষ্যৎ ভাবনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন আরও বলেন, ‘‘বিএনপি জনগণের দল, এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের প্রথম কাজ। কৃষক যেন তার ফসলের ন্যায্য দাম পান, মৎস্যজীবী যেন নিরাপদে মাছ ধরতে পারেন, শ্রমজীবী মানুষ যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, এই প্রতিশ্রুতিই বিএনপির অঙ্গীকার। সেই লক্ষ্যে জনগণের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাহলেই দেশের অর্থনীতি ও গণতন্ত্র দুটোই পুনরুজ্জীবিত হবে।”
পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ-এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আবু হেনা। এছাড়াও বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. মোজাফফর হোসেন মুকুল। সভায় বক্তারা বিএনপির ৩১ দফা রূপরেখাকে জনগণের প্রত্যাশা পূরণের রূপরেখা হিসেবে উল্লেখ করে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।