ঢাকা | অক্টোবর ২০, ২০২৫ - ৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

উপ-অঞ্চল পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট: Sunday, October 19, 2025 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উপ-অঞ্চল পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোতিার উদ্বোধন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক আবদুর রশিদের সভাপিতত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ড. চিত্বলেখা নাজনীন। উদ্বোধক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

উপ-অঞ্চল পর্যায়ের এই প্রতিযোগীতায় রাজশাহী বিভাগের ৮ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, সাতার, ভলিবল, হ্যান্ডবল ও কাবাডি খেলায় অংশগ্রহণ করে। আজ সোমবার বিকালে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ও বিশেষ অতিথি থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান।