চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা পরবর্তী বিজয়া সম্মিলনী

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা পরবর্তী বিজয়া সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা, সদর ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের শিবতলাস্থ চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দির প্রাঙ্গনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী বিজয়া সম্মিলনী’র আলোচনাসভা চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য ডা. তড়িৎ সাহা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ কুমার রায়, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কুমার দাস, শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুররানী মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কুনাল মুখার্জী, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের নেত্রী রঞ্জনা বর্মণ, চাঁপাইনবাবগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস প্রমুখ।