মান্দায় বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ করেন নাজমা খানম নামের এক গৃহবধূ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- উপজেলার বড়পই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও তার বড় ছেলে সাইফুল ইসলাম উজ্জল।
ভুক্তভোগী নাজমা খানম বলেন, আমার ছোটভাই এরশাদ আলী বিভিন্ন সময়ে সাংসারিক দায়বশত স্বামী আপেল মাহমুদের কাছ থেকে ১০ লাখ ৭২ হাজার টাকা ধার নেন। পারিবারিকভাবে দফায় দফায় বৈঠক হলেও সেই টাকা পরিশোধ করা হয়নি। এনিয়ে বাবা তোফাজ্জল হোসেন ও ভাইদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে নাজমা খানম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাওনা টাকা চেয়ে বাবা তোফাজ্জল হোসেনের সঙ্গে আমি মোবাইলফোনে কথা বলছিলাম। এক পর্যায়ে বড়ভাই সাইফুল ইসলাম উজ্জল কয়েকজন সহযোগী নিয়ে আমার বাসার সামনে এসে চিৎকার চেঁচামেচিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে আমি ও আমার স্বামী আপেল মাহমুদ বাইরে বের হলে ভাই উজ্জল ও তাদের সহযোগীরা স্বামীকে মারধর করেন।
এ সময় পথচারী কামাল হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। ঘটনার সময় আমার বাবা তোফাজ্জল হোসেন সেখানে উপস্থিত থাকলেও কোনো বাধা দেয়নি। নাজমা খানম অভিযোগ করে বলেন, এ ঘটনায় আমার ভাই সাইফুল ইসলাম উজ্জল তার ফেসবুকে আমার স্বামীকে মাদক ব্যবসায়ী, সুদখোর ও প্রতারক উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাওনা টাকা না দিতে ও সামাজিকভাবে আমার পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি। এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেন বলেন, ছেলে ও জামাইয়ের মধ্যে মারামারি নয়, একটু ঠেলাঠেলি হয়েছে।