শিবগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে ৬০ কেজি ইলিশ জব্দ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলাদা অভিযানে ৬০ কেজি মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৬০ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলার সাত্তার মোড় ও তর্তিপুর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, রসুলপুর বালিকা ইয়াতিমখানা ও মাদ্রাসা, আলহাজ মোশারফ হোসেন মহিলা ইয়াতিমখানা ও পুনর্বাসন কেন্দ্র এবং ছত্রাজিতপুর ইয়াতিমখানার শিশুদের মাঝে জব্দ করা এসব ইলিশ বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।