ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের প্রচার মিছিল

  • আপডেট: Sunday, October 12, 2025 - 9:52 pm

বাগমারা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুলের পক্ষে দুটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদল এবং মহিলাদল ও যুব মহিলাদলের উদ্যোগে একযোগে প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এবং মহিলা দল ও যুব মহিলা দলের নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও টুটুলের ছবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে পৃথক পৃথকভাবে মিছিল সহকারে ভবানীগঞ্জ রানী রিভারভিউ হাইস্কুল মাঠে এসে জড়ো হন।

সেখান থেকে প্রচার মিছিল বের করে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর ভবানীগঞ্জ রানী রিভারভিউ হাইস্কুল মাঠে আয়োজিত পথসভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম টুটুল প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, উপজেলা

শ্রমিক দলের আহবায়ক মাসুদুর রহমান, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মহব্বত হোসেন, সদস্য সচিব উজ্জল রহমান ও যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন, বাগমারা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপালী আক্তার রুপা, ভবানীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার ডলি ও মহিলা দল নেত্রী নেহার বানু প্রমুখ।