ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Sunday, October 12, 2025 - 10:35 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাদিয়া জান্নাত (১০) নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার পোরশা বাঁশবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। আর এই ঘটনাটি ঘটে দিাঘপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া

রোববার সকালে দিঘিপাড়া গ্রামে তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। সেখানে দুপুরে সে তার বান্ধবীসহ ৪/৫ জনের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।