ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীসহ বিভিন্ন স্থানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট: Sunday, October 12, 2025 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: স্কুলে স্কুলে টিকা নেয়ার জন্য শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতির মধ্য দিয়ে রাজশাহীতে উদ্বোধন হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।

রোববার রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজে বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, শিক্ষা বোর্ড স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেনসহ বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের স্বাস্থ্য ক্যাম্পেইনের মাধ্যমেই আমরা পোলিও, রাতকানা, গলগণ্ডের মতো রোগ থেকে মুক্তি পেয়েছি। এই টিকার মাধ্যমে আমরা টাইফয়েড থেকেও মুক্ত হবো ইনশাআল্লাহ। উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার দাঁড়িয়ে থেকে শিক্ষা বোর্ড স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষার্থীর টিকা প্রদান প্রত্যক্ষ করেন এবং যত্নের সাথে সব শিক্ষার্থীকে টিকা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এর আগে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় রাসিক আয়োজিত টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাসিকের এ আয়োজনে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার মদীনাতুল উলুম কামিল মাদ্রাসারও কয়েকজন শিক্ষার্থীর টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন।

অন্যদিকে জেলা প্রশাসক আফিয়া আখতার পবা উপজেলাধীন সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাজশাহী সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনকালে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুবাইদা রোশন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা খাতুন।

উল্লেখ্য, রোববার থেকে শুরু হওয়া এ টিকাদান ক্যাম্পেইন ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। রাজশাহী জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট পাঁচ লাখ ৬৪ হাজার ১২৩ জন শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেয়া হবে। রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৫২ লক্ষ ৫১ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। জন্মসনদবিহীন শিশুরাও এই কর্মসূচির আওতায় আসবে।

বিভিন্ন জেলা-উপজেলায় টিকা ক্যাম্পেইন

বাঘা
বাঘা প্রতিনিধি জানান, বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জনি, বাঘা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম, বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম. হাসান, বাঘা প্রেসক্লাব আহবায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

তানোর
তানোর প্রতিনিধি জানান, রাজশাহীর তানোরে টিসিভি (টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন) ক্যাম্পেইন ২০২৫-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় তানোর উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয়ে চত্বরে টিসিভি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদাক।

পুঠিয়া
পুঠিয়া প্রতিনিধি জানান, রাজশাহীর পুঠিয়া উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুরু হয়েছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাস সুমিত। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহারা’র সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আলী-মুস্তাফিজ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান প্রমুখ।

শিবগঞ্জ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। গতকাল রোববার সকালে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ও রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল আবেদীন প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে গতকাল রোববার থেকে প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেয়া শুরু হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বিশ্ব সংস্থার সহযোগিতায় রোববার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেয়া ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, সিভিল সার্জন ডা. এ, কে, এম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।

পত্নীতলা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। গতকাল রোববার সকাল ৯টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আলীমুজ্জামান মিলন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.এসএম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, মেডিকেল অফিসার ডা. নাহিদ, পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব, স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমান, এমটি ইপিআই সানোয়ার হোসেন প্রমূখ।

পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিনি জানান, নওগাঁর পোরশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিনামূল্যে টাইফয়েড (টিসিভ) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে নিতপুর কুসুমকলি সরকারি প্রথিমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ, কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, স্বাস্থ্য সহকারী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।