ঢাকা | অক্টোবর ১২, ২০২৫ - ৫:১৫ পূর্বাহ্ন

নওহাটা স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

  • আপডেট: Saturday, October 11, 2025 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুঠিয়াপাড়া স্কুল এলাকায় ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার আহ্বায়ক মিজানুর রহমান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান, নওহাটা পৌর বিএনপির নেতা শরিফুর রহমান শরীফ, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হান্নান আলী, রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আবু সুফিয়ান, মৎস্যজীবী দলের সভাপতি আলমাস আলী রেন্টু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।